স্কাউটসের উপ-কমিশনার হলেন ঢাবি শিক্ষক মাহমুদুর
অধ্যাপক মাহমুদুর রহমান
দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।
মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান তাকে উপ-কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) পদে নিয়োগ দেন। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. কে এম মহসিন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক মো. রমজুল হক বাংলাদেশ স্কাউটসের এ পদে দায়িত্ব পালন করেন।
মাহমুদুর রহমান স্কুল জীবন থেকেই স্কাউটিংয়ের সঙ্গে জড়িত। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১-২০০৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে ঢাবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল ও ট্রেজারারসহ নানা দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালের এপ্রিলে তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভার স্কাউট প্রতিনিধি নির্বাচিত হন।
বিজ্ঞাপন
বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনারের পাশাপাশি বর্তমানে তিনি ঢাবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও রোভার স্কাউট লিডার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এইচআর/আরএইচ/জেএস