ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন সংগঠনের হেল্পডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা দিতে এসে বেশ বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র খুঁজে পেতে দুর্ভোগে পড়েন অনেক শিক্ষার্থী। বিষয়টির সহজ সমাধানের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিড়ম্বনা দূর করতে তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে বসানো হয়েছে বিভিন্ন ‘হেল্প ডেস্ক।’
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলাভবন, কার্জন হল, টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, সামাজিকবিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও জেলা বা উপজেলা সংগঠনগুলো হেল্প ডেস্ক বসিয়ে সহযোগিতা করছে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের।
বিজ্ঞাপন
রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনের হেল্প ডেস্ক দেখা যায়।
সহযোগিতার মধ্যে রয়েছে— প্রয়োজনীয় তথ্য সরবরাহ, পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা, চলাচলের সুবিধার্থে বাইক সার্ভিস, শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের মোবাইল, ঘড়ি, ব্যাগ রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার, অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল ক্যাম্প ইত্যাদি।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাহাদ উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে বিপদে পড়েন অনেক শিক্ষার্থী। তাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সেজন্য সহযোগিতা করতে আমাদের হাতিয়া উপজেলা ছাত্র সংগঠন ‘দ্বীপতরী’র উদ্যোগে হেল্প ডেস্ক বসিয়েছি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসে তাদের যেনো কোন অসুবিধা না হয়।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সংগঠনের শিক্ষার্থীরা তাদের হেল্প ডেস্ক বসিয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের ঠিক সামনেই। তাদের একজন জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীরা এখানে আসেন। তাদের যেনো পরীক্ষার কেন্দ্র খুঁজে পেতে কোন সমস্যা না হয় বা তারা যেনো প্রয়োজনীয় সুবিধা পায় সেজন্যই তাদের এখানে বসা।
হেল্প ডেস্কের সুবিধা পেয়ে বেশ খুশি অভিভাবকরাও। এর ফলে শিক্ষার্থীদের সমস্যা অনেকটাই কমেছে বলে জানান কয়েকজন অভিভাবক।
সায়েদাবাদ থেকে আসা একজন অভিভাবক জানান, আমার মেয়ের সিট পড়েছে সামাজিক বিজ্ঞান অনুষদে ভবনে। কিন্তু আমরা বা আমার মেয়ে কেউ এই ভবন চিনি না। পরে আমি একটি সংগঠনের হেল্প ডেস্কে জিজ্ঞেস করলে তারা আমাকে পরীক্ষার কেন্দ্র খুঁজে পেতে সাহায্য করে।
অন্য আরেক অভিভাবককে দেখা যায় ছাত্রলীগের হেল্প ডেস্কে তথ্য সংগ্রহ করতে। তিনি বলেন, তার ছেলের সিট পড়েছে কলা ভবনের তৃতীয় তলায়। কিন্তু তিনি ভবনটি না চেনায় হেল্প ডেস্কে থাকা একজন শিক্ষার্থী তাকে পথ চিনিয়ে দেন।
উল্লেখ্য, উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আজ ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ তথা ‘খ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে। পরীক্ষায় সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষা ১২টা ৩০ মিনিটে সমাপ্ত হবে।
‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ২৭৯টি। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ৪২ জন শিক্ষার্থী লড়াই করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ঢাবির চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসাবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।
তাছাড়া, আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিন নির্ধারণ করা হয়েছে।
কেএইচ/এমএ