প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের সভা অনুষ্ঠিত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আ্যালামনাই আ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম সাইফুল ইসলাম নাদিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজ রায়হান আজাদ টিটু।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.ইফফাত জাহান, প্রো ভাইস চ্যান্সেলর ড. শুভময়, রেজিস্ট্রার বি.জে.সাইদুর রহমান খান (অবঃ), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান প্রফেসর এম.এ খালেক ও ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) সিপার আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার সারোয়ার রনি, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, যুগ্ম সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার তানজির জিমি, উপ-কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার রিফাত হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার তোহিদুল ইসলাম সাব্বির, আসলাম হুসাইন, এ.কে.এম ফাইজুল ইসলাম, তানজিদ ওয়াহেদ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল জুবায়ের, প্রেস অ্যান্ড পাবলিকেশন সম্পাদক মো. মুঈনউদ্দীন হাসান শুভসহ সকল সম্পাদক, উপ-সম্পাদক এবং কার্যনিবাহী সদস্যগণ।
এমএএস
বিজ্ঞাপন