অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি পালন শিক্ষার অন্যতম অংশ। সংস্কৃতিকে ধারণ করে রাজধানীর উত্তরা টাউন কলেজ সম্প্রতি পালন করেছে বসন্তবরণ ও পিঠা উৎসব।

সোমবার (৪ মার্চ) এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর আব্দুল হাকিম। তিনি কলেজের গভর্নিং বডির সদস্য।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আলম ভূঁইয়া।

কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বেশ উৎসবমুখর ছিল। শিক্ষক-শিক্ষার্থীরা কেউ পাঞ্জাবি, কেউ টি-শার্টে পরে আসেন উৎসবে। বসন্তের এই উদ্‌যাপন আরো প্রাণবন্ত হয় হরেকরকম পিঠার আয়োজনে।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পিএইচ