ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৩ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থীদের মাঝে ডিন'স অ্যাওয়ার্ড পদক, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ৮টি অনুষদের ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রোববার (১০ মার্চ ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ডিন'স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এটি প্রদান করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিজ্ঞাপন
ডিন'স লিস্ট অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন, আইন অনুষদের অন্তর্ভুক্ত ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের জামাল উদ্দীন, শারমিন আক্তার, আরিফুল ইসলাম ও আব্দুল হালিম। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের জুয়েল রানা, সুপ্রীতি দত্ত তমা ও শামীম হোসাইন এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের নাফিউল মুইদ।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের রাকিবুল্লাহ ও জামিলুর রহমান এবং আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কামরুল ইসলাম ও আনিসুর রহমান। ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্ভুক্ত মার্কেটিং বিভাগের ইমতিয়াজ আহমেদ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ইসমাইল হোসেন, মো. মাহমুদুল ইসলাম এবং জান্নাতুল ফেরদৌস মিম। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তানভীর আহমেদ তন্ময়, মুজতাবা রাফিদ হাসান এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মো. আলা উদ্দিন।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অন্তর্ভুক্ত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের খালিদ হোসেন শিশির, সংগীতা রানী অধিকারী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌরভ শিকদার। জীববিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের আবু রেজা, উম্মে আসমা কেয়া এবং ফার্মাসি বিভাগের আলফা ইবনাথ শিমকি ও সজনী খাতুন।
বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উম্মে হাবিবা তিনি এবং মাহমুদা হোসেন। গণিত বিভাগের আফিদা সুলতানা এবং পরিসংখ্যান বিভাগের জীবন কর্মকার। কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মো. মাহমুদুল হাসান আইসাল, আরিফুর রহমান এবং মো. শাহিন হোসেন।
ডিন'স লিস্ট অ্যাওয়ার্ড ২০২৪ কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ৮টি অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি,শিক্ষক, ডিন'স লিস্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা।
ডিন'স অ্যাওয়ার্ড প্রাপ্ত অর্থনীতি বিভাগের কৃতি শিক্ষার্থী শামিম হোসাইন অনুভূতি প্রকাশে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড এর আয়োজন করা হয়েছে। দিনটি আমার জন্য সত্যিই অনেক বেশি আনন্দের এবং স্মরণীয়। বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকে এসে এমন স্বীকৃতি, সম্মান এবং ভালোবাসা সত্যিই অকল্পনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই অ্যাওয়ার্ড এর ধারাবাহিকতা বজায় থাকুক সেই কামনা করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, যে কোনো অ্যাওয়ার্ড প্রাপককে দায়িত্ববান এবং পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে উজ্জীবিত করে। যারা ডিন'স অ্যাওয়ার্ড পেল আমরা তাদের আলোর পথ দেখালাম এই পথ বেয়ে ভবিষ্যতে যাত্রার জন্য আমরা তাদেরকে তৈরি করে দিলাম। কিন্তু সেই যাত্রায় নিজের কমিটমেন্ট দিয়ে এর সার্থকতা গড়ে তুলতে হবে।
রাকিব হোসেন/এমএএম