জবিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ৩টায় শিক্ষার্থীদের মানববন্ধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা। মূল ফটকে পুলিশের পাশাপাশি তৎপরতা দেখা গেছে গোয়েন্দা পুলিশের (ডিবি)। একইসঙ্গে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থীকে বরখাস্ত, বহিষ্কার ও গ্রেপ্তারের নির্দেশের দাবিতে মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৬ মার্চ) ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের মূল ফটকের পাশেই বসে আছেন পুলিশ সদস্যরা। আর ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম হলেও মানববন্ধন কর্মসূচিকে ঘিরে জড়ো হতে দেখা যায় তাদের।
বিজ্ঞাপন
সুমাইয়া সুমি নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করলেও এখনো অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বরখাস্ত করেনি। আমরা চাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়েও পদক্ষেপ নিতে হবে। বিকেল ৩টায় আত্মহত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আমরা মানববন্ধন করব।
অবশ্য এরইমধ্যে জবি শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যায় অভিযুক্ত শিক্ষার্থী আম্মানকে সাময়িক বহিষ্কার এবং শিক্ষার্থীকে সহায়তাকারী সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে এই ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলামের সই করা পৃথক চারটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১১(১০) মোতাবেক আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকি আম্মানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
একই আইনে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত ও সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনকে আহ্বায়ক হিসেবে করা এই তদন্ত কমিটিতে সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, কলা অনুষদের ডিন ড. এস এম মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদকে সদস্য করা হয়েছে। সদস্য সচিব হিসেবে আছেন, আইন শাখার ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট রঞ্জন কুমার দাশ।
এর আগে, গতকাল শুক্রবার রাতে আইন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচের) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা কুমিল্লায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়রানির বিষয়ে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম এবং তার সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেছেন।
আরএইচটি/এমএ