পুরোদমে চলছে অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন থ্রির ক্যাম্পেইন
ফাইল ছবি
দেশব্যাপী গত ২৫ ফেব্রুয়ারি শুরু হয় অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৩ এর অনলাইন রেজিস্ট্রেশন। বরাবরের মতো গত ১০ মার্চ তারিখ থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় অফলাইন ক্যাম্পেইন। ১১ মার্চ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং ১০ ও ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্পট ক্যাম্পেইন ও অফলাইন রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয়। স্পটে এসে রেজিস্ট্রেশনকারী সবাই পাচ্ছে একমাসের চরকি সাবস্ক্রিপশন।
স্পট ক্যাম্পেইন পরিচালনা করছেন, খন্দকার সালমা মালিহা, হেড অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিএও ও গ্রন্থণা রশিদ, মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন হেড, বিএনও।
বিজ্ঞাপন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্পট ক্যাম্পেইনে ছিলেন, অর্পিতা রায়, পার্বতী রায়, ইফফাত জাহান রিতু, সিলমুন নাহার মুন, রাকিব রায়হান, মো. মাহবুবুর রহমান, রামিশা ইসলাম, সোলায়মান অপি, নিশাত তাসনীম অর্ণা, মাহির আল মুনতাকিম সাজীদ, সৌরভ হোসেইন, শুভ রয় ও সাদিয়া আফরিন এশা।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্পট ক্যাম্পেইনে ছিলেন, সুমাইয়া ইসলাম ঐশী, স্বর্ণালি তালুকদার, আরাফা হোসাইন রাবা, সামান্তা আফরিন, পাপড়ি সিনহা, অংকুর পাল, রাফাত, ফেরদৌস নাঈম, কুদরত উল্লাহ খান, আনাম সরকার ও ইসমাইল হোসাইন।
বিজ্ঞাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্পট ক্যাম্পেইনে ছিলেন, ইশফাকুর ইফতি, ইসমাউন নেসা, তামান্না হক, মো. আশিকুর রহমান তৌকি, এস্তের জাহান বিথী ও দেলোয়ার হোসেন নূর।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইয়েন্সস ইউনিভার্সিটি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে স্পট ক্যাম্পেইন ও অফলাইন রেজিস্ট্রেশন হওয়ার কথা রয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।
কেএ