একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালরাতে নিহত শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ মোমবাতি প্রজ্বলন করে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দিবসটি উপলক্ষ্যে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক এলাকার মসজিদসমূহে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। 

এছাড়াও এদিন রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে এক মিনিটের প্রতীকী ‘ব্লাক-আউট’ কর্মসূচি পালন করা হবে।

মেহেরব হোসেন/এএএ