এআইবিএস ফেলোশিপ পেলেন ৯ বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থী
আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) ২০২৪ সালের ফেলোদের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের ৭ শিক্ষার্থী ও ২ শিক্ষকসহ ৯ জন এবছর এআইবিএস ফেলোশিপ অর্জন করেছেন। এছাড়া মার্কিন নাগরিকরা ৭টি ফেলোশিপ অর্জন করেন।
বুধবার (১৫ মে) প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার ঢাকা অফিসের সিনিয়র অ্যাডভাইজর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
ফেলোশিপপ্রাপ্ত বাংলাদেশি গ্রাজুয়েট শিক্ষার্থীরা হলেন, আশিকুন্নবী, পিএইচডি ছাত্র, ভূগোল, স্যান ডিয়াগো স্টেট বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা বারবারা, কাজী মো. মুকিতুল ইসলাম, পিএইচডি ছাত্র, সমাজবিজ্ঞান, বোস্টন বিশ্ববিদ্যালয়, মুহাম্মদ আবদুর রকিব, পিএইচডি ছাত্র, নৃবিজ্ঞান, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আরভিন, পৌশালি ভট্টাচার্য, পিএইচডি ছাত্র, ভূগোল, বাফেলো বিশ্ববিদ্যালয়, রাফিয়া রহমান, পিএইচডি ছাত্র, নৃবিজ্ঞান, ইউনিভার্সিটি অ্যাট আলবেনি, সানি, তাসফিয়া তাসনিম, পিএইচডি শিক্ষার্থী, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সানি কলেজ অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ফরেস্ট্রি, উম্মুল মুহসিনীন, পিএইচডি শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, টাম্পা।
পেশাগত উন্নয়নে ২ জন শিক্ষককে ফেলোশিপ দিয়েছে এআইবিএস। তারা হলেন, সাবরিনা আহমেদ, সহযোগী অধ্যাপক, ইংরেজি ও মানবিক বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, হোস্ট ইনস্টিটিউশন: ডিপার্টমেন্ট অব এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড পলিসি স্টাডিজ, ইউনিভার্সিটি অফ টেনেসি, নক্সভিলে; এবং ফিরোজা স্বপ্নিল, প্রভাষক এবং প্রোগ্রাম কো-অডিনেটর, স্নাতক স্কুল অব এডুকেশন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। হোস্ট ইনস্টিটিউশন: স্কুল অব এডুকেশন, জনস হপকিন্স ইউনিভার্সিটি।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এআইবিএস মোট পাঁচটি বিভাগে ফেলোশিপ প্রদান করে থাকে। এগুলো হলো আমেরিকান নাগরিকদের জন্য সিনিয়র ফেলোশিপ, জুনিয়র ফেলোশিপ ও প্রি-ডিজারটেশন ফেলোশিপ এবং বাংলাদেশি গ্রাজুয়েট স্টুডেন্ট ফেলোশিপ ও পেশাগত উন্নয়ন ফেলোশিপ।
কেএইচ/এসকেডি