আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘নেক্সট জেনারেশন এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার এ সেমিনারের আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জে-টপ কর্পোরেশন লিমিটেড। 

বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান তোমোহিদি ইচিগুচি সেমিনারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। তিনি আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা। 

সেমিনারে স্বনামধন্য পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিক, কর্পোরেট কর্মকর্তা, অ্যাসোসিয়েশনের সদস্য, বিজ্ঞানী, গবেষক এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও এআইইউবির ফ্যাকাল্টি সদস্যরা অংশগ্রহণ করেন। 

সেমিনারের সমন্বয় করেন প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম ও পরিচালনা করেন শিহো তানাকা।

কেএ