ফিউচার ক্যারিয়ার অন ফ্রন্টিয়ার টেকনোলজি শীর্ষক সেশন অনুষ্ঠিত
বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফিউচার ক্যারিয়ার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’ শীর্ষক ইন্টারঅ্যাকটিভ সেশন।
গতকাল বুধবার আইইউবিএটির সেমিনার হলে এ সেশন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ আয়োজনের লক্ষ্য ছিল ছাত্র-ছাত্রীদেরকে ফ্রন্টিয়ার টেকনোলোজি ক্যারিয়ার সম্ভাবনার সঙ্গে পরিচিত করা। অংশগ্রহণকারীদের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তির মধ্যে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে জানানো, সাম্প্রতিক এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত প্রবণতা ও তাদের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাসহ প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. আব্দুর রব, থ্রিভিং স্কিলস লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড সিইও মো. আব্দুল্লাহ আল মাহমুদ, আইইউবিএটির কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, একুয়ালিংক বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার নিয়াজ শরীফ সৌরভ, বাংলা পাজেল লিমিটেডের সিইও নাদিম মজিদ।
বিজ্ঞাপন
আয়োজনটি পরিচালনা করেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।
আয়োজনটিতে সহযোগিতায় ছিল আইইউবিএটি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার (আইআইইসি) এবং এইচ বি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউট। আইটি পার্টনার হিসেবে ছিল ই-সফট।
কেএ