কোটাবিরোধী আন্দোলনে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জাদ হোসাইন মুন্না বলেন, আজ ষষ্ঠ দিনে এসেও আমাদের দাবি মানা হয়নি। তাই আজও আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করব। প্রাথমিকভাবে তাঁতীবাজারে গিয়ে আন্দোলন করার প্ল্যান। এরপর গুলিস্তান যাওয়ার প্ল্যান আছে আমাদের। 

আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলতেই থাকবে। আর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাব, বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে রোববার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এক দফা দাবি ঘোষণা করে বলেন, আমাদের চার দফা দাবি ছিল। এখন থেকে আমাদের দাবি একটাই, সব গ্রেডে বৈষম্যমূলক ও অন্যায্য কোটা বাতিল করে যৌক্তিকভাবে সংস্কার করতে হবে।
 
এমএল/জেডএস