চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় এবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলে। 

বুধবার (১৭ জুলাই) সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড মো ইকবাল রউফ মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত নির্দেশনাগুলো দেওয়া হলো।

১। সলিমুল্লাহ মুসলিম হলে স্থায়ীভাবে সব ধরনের প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো।

২। কোনো বহিরাগত হলে অবস্থান করতে পারবে না।

৩। কোনো শিক্ষার্থী শারীরিক বা মৌখিক ক্ষতির সম্মুখীন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪। প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের সিট বণ্টনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫। হলের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওএফএ/জেডএস