নিরপরাধ শিক্ষার্থী গ্রেপ্তার হলে আইনি সহায়তা দেবে জাবি প্রশাসন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার বা গ্রেপ্তার হলে তাদেরকে আইনি সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার বা গ্রেপ্তার হলে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন ও আইন) মো. মাহতাব-উজ-জাহিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হলো।
এ বিষয়ে সহযোগিতার জন্য উচ্চ ও নিম্ন আদালতের একজন করে প্রথিতযশা আইনজীবী যুক্ত আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপন
মেহেরব হোসেন/এমজেইউ