পরিযায়ী পাখির গুরুত্ব, পরিবেশে এদের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ উদযাপন করা হয়েছে।

‘Sing, Fly, Soar-like a bird’ স্লোগানকে সামনে রেখে শনিবার (৮ মে) বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২১ পৃথিবীব্যাপী উদযাপন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের (NSCC) উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।

এ বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে ভার্চুয়ালি দিনটিকে উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ও প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

পরিযায়ী পাখির ওপর বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল হাসান খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শ্রীমান দিলীপ কুমার দাশ।

অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনির্বাণ সরকার। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পরিযায়ী পাখি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ বাংলাদেশের পরিযায়ী পাখির বর্তমান অবস্থা, এদের গুরুত্বপূর্ণ আবাস্থল সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন।

পরিযায়ী পাখির ওপর বিশেষ আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. মনিরুল হাসান খান বাংলাদেশের পরিযায়ী পাখির বর্তমান অবস্থা, এ বিষয়ক গবেষণা, দেশে পাখি সম্পর্কিত গবেষণার বর্তমান অবস্থা, পাখি সংরক্ষণে করণীয় এবং এ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

পরিযায়ী পাখি দিবস উপলক্ষে ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব আলোকচিত্র প্রতিযোগিতা, স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক পোস্টার প্রতিযোগিতা, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় রচনা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। আজকের অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এমটি/এসকেডি