করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।

রোববার (৯ মে) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের স্থপতি বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঈদের পর একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

পরীক্ষা কখন অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আপাতত বলা যাচ্ছে না। পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আগামী জুন-জুলাই অথবা জুলাই-আগস্টে ভর্তি পরীক্ষা আয়োজন করার পক্ষে সুপারিশ করা হয়েছে।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা এবং ১০ জুন চূড়ান্ত পরীক্ষা নিতে চেয়েছিল বুয়েট। করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে তা পেছানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এইচআর/এফআর