(বাঁ থেকে) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মো. জয়নাল ইসলাম চৌধুরী, আহমদ মাহবুব ফেরদৌসী। ছবি : ফাইল ফটো

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুকের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দিনেই রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিয়োগ পেয়েছেন তিন নতুন মুখ।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন—ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং সিপিসির প্রধান হিসেবে উপ-রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন, মো. জয়নাল ইসলাম চৌধুরী সাবেক প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন এবং আহমদ মাহবুব ফেরদৌসী সাবেক ভারপ্রাপ্ত পরিচালক এ. কে. এম ফেরদৌসের স্থলাভিষিক্ত হয়েছেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকার পতনের পর উপাচার্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ শাবির ৭৫ জন প্রশাসনিক ব্যক্তি পদত্যাগ করেন।

জুবায়েদুল হক রবিন/এএমকে