জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য মোট ২ লাখ ৬২ হাজার ৪৫০টি আবেদন জমা পড়েছে। ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটের অধীনে থাকা এক হাজার ৮১৪টি আসনের বিপরীতে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবেন প্রায় ১৪৫ জন শিক্ষার্থী।

শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জাবির অনলাইন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি জানান, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটের ৪২৬টি আসনের বিপরীতে ৭৩ হাজার ১৬১টি আবেদন জমা পড়েছে। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন। কলা ও মানবিকী, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং আইন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫৩ হাজার ৩৯৩টি। নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের অধীনে ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের জন্য আবেদন জমা পড়েছে ৫ হাজার ৫০৪টি।

জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ৩১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৬ হাজার ৭৫৫টি। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০টি আসনের জন্য ১৫ হাজার ১৮১টি আবেদন এবং আইবিএ-তে ৫০টি আসনের জন্য জমা পড়েছে ৪ হাজার ৬৮৭টি আবেদন।

ভর্তি পরীক্ষায় ৮০ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে ৫৫ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। ওএমআর পূরণের জন্য অতিরিক্ত ৫ মিনিট সময় দেওয়া হবে। ‘সি-১’ ইউনিটভুক্ত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, পরীক্ষা শেষে রাতেই ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে কারিগরি সমস্যার কারণে বিলম্ব হলে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার প্রবেশপত্র ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://ju-admission.org) পাওয়া যাবে।

মেহেরব হোসেন/আরএআর