ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্রপ্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া হল।

প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা যায়। এরমধ্যে শিক্ষার্থী ৬ জন। আহতরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমএল/এমএন