প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে রোবটও ধীরে ধীরে মানুষের মতো বিভিন্ন কাজ করার দক্ষতা অর্জন করছে। মানুষের জীবন রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচনকারী এই রোবটটি আধুনিক বিশ্বে এক যুগান্তকারী আবিষ্কার। বিপর্যয় মোকাবিলায় এর বহুমুখী প্রতিভা অবাক করার মতোই। এবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ শেখ নতুন একটি রোবট তৈরি করেছেন। এ রোবট ভয়ংকর বোমা শনাক্ত করতে পারে আবার নিমেষে নিভিয়ে দিতে পারে লেলিহান শিখা।

শুক্রবার (২৫ এপ্রিল) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে আয়োজিত প্রযুক্তিভিত্তিক মেলা টেকট্রন-২০২৫ এ দেখা মেলে এমন দৃশ্যের।

রোবট মানুষের মতো চলাফেরা করার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে পারে। তবে নিজ ইচ্ছায় নয়, মানুষের নির্দেশ মতোই কাজ করে থাকে রোবট। মেলায় তিনি অংশ নিয়ে শিক্ষার্থী সাজ্জাদ শেখ বলেন, এই রোবট যেমন বোমা ডিটেক্ট করতে পারে, তা নিষ্ক্রিয় করতে পারে। কোথাও আগুন লাগলে তা নেভাতে পারে, এছাড়া ভূমিকম্পে আহত ব্যক্তিদের সিপিআর সেবাও দিতে পারে।

বাণিজ্যিকভাবে এ রোবট নির্মাণে ১ লাখ ৮০ হাজার থেকে ৫ লাখ ৬০ হাজার টাকা লাগবে বলে জানান এ রোবট নির্মাতা।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউএপি ইইই প্রজেক্ট ক্লাব এবং আইইইই ইউএপি স্টুডেন্ট ব্রাঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফেস্ট চলবে সারাদিনব্যাপী।

টেকট্রনে দেশের ৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিকস চ্যালেঞ্জ, অনলাইন গেমিংসহ নানা প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা। যা তরুণ প্রকৌশলীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিকে বিকাশের এক চমৎকার প্লাটফর্ম হিসেবে কাজ করছে।

ভার্টিক্যাল ফার্মিংয়ের আইডিয়া নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে ইলেক্ট্রা ৩৬। ভার্টিক্যাল ফার্মিংয়ে বাসাবাড়ির ছাদে স্বল্প জায়গা নিয়েই করা যাবে চাষবাস। পাশাপাশি কন্ট্রোলারের মাধ্যমে দেখা যাবে মাটি ও ফসলের অবস্থা।

প্রজেক্ট প্রধান শাহারুল ভুঁইয়া বলেন, ভার্টিক্যাল ফার্মিংয়ের মাধ্যমে গ্রাহক অল্প স্থানেই অনেকটা ফার্মিং করতে পারবেন। তাছাড়া কন্ট্রোলার সবসময় মাটির হিউমিডিটি, পিএইচ (ক্ষারের পরিমাণ) শো করবে। ফলে গ্রাহক সহজেই বুঝতে পারবেন তার চাষের অবস্থাটা মূলত কেমন আছে।

রিভার ক্লিনিং বট বা আরসিবি নিয়ে মেলায় অংশ নিয়েছে প্রজেক্ট সেল। আরসিবি একটি স্বয়ংক্রিয় রোবট, যে নিজ সেন্সরের মাধ্যমে জলাশয়, পুকুর বা নদীর ময়লা পরিষ্কার করে থাকবে।

প্রজেক্ট সেলের কো-অর্ডিনেটর জাহিদ হাসান বলেন, রিভার ক্লিনিং বট তার সেন্সরের মাধ্যমেই ময়লা সংগ্রহ করবে এবং নির্দিষ্ট স্থানে তা ফেলবে। রোবটটির গতিপথ নির্দিষ্ট করে দেয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই সে তার কাজ করে যাবে। একটি বট সর্বোচ্চ ১ টন পর্যন্ত ময়লা সংগ্রহ করতে পারবে।

ওএফএ/এআইএস