চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক একটি সময়োপযোগী ক্যারিয়ার সেমিনার। জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর আয়োজনে বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভিন্ন পেশাজীবীরা শিক্ষার্থীদের সামনে তাদের বাস্তব অভিজ্ঞতা ও করণীয় তুলে ধরেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা রবিউল আলম লুইপা সরকারী চাকরির প্রস্তুতির গুরুত্ব ও করণীয় ব্যাখ্যা করেন। সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আশিকুর রহমান আশিক ব্যাংক ক্যারিয়ারের বাস্তবতা তুলে ধরেন।

সামিট কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ তাসনিম রহমান নাফিস ও পাঠাও লিমিটেডের এক্সিকিউটিভ নাজমুল হাসান সাকিব কর্পোরেট জগতে ক্যারিয়ার গড়ার অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রধান আলোচক রবিউল আলম লুইপা বলেন, “ক্যারিয়ার মানে শুধু চাকরি নয়। ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, কর্পোরেট—সব কিছুর মধ্যে থেকে নিজের আগ্রহ ও দক্ষতার সাথে মিলিয়ে পথ বেছে নিতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন থাকলে দ্রুত সফল হওয়া সম্ভব।”

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিয়া লোপা বলেন, “আমরা ক্যারিয়ার নিয়ে অনেক সময় দ্বিধায় থাকি। এই ধরনের সেমিনারে অংশ নিয়ে সিনিয়রদের বাস্তব অভিজ্ঞতা শুনে অনেক স্পষ্ট ধারণা পাই। আমাদের জন্য এমন আয়োজন সত্যিই সময়োপযোগী।”

সংগঠনের সভাপতি মাহী মোস্তফা নাহীন জানান, “বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সিনিয়রদের উপস্থিতি কাজে লাগিয়ে আমরা এই ক্যারিয়ার সেমিনারের আয়োজন করি। সিনিয়রদের গাইডলাইন ও আমাদের চেষ্টা একত্রে সাফল্যের পথ খুলে দেবে।”

সাংগঠনিক সম্পাদক গোলাম মুক্তাদির সিফাত ও আরাফাত উচ্ছ্বাস সেমিনারটি সঞ্চালনা করেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই আয়োজনে। সেমিনারের শেষ অংশে ছিল কুইজ পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।