ঢাবিতে গাঁজা প্রস্তুত করা অবস্থায় নারীসহ ৪ জন বহিরাগত আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সামনে গাঁজা প্রস্তুত করা অবস্থায় বহিরাগত চার জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
রোববার (২৫ মে ) রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ঢাবি শিক্ষার্থী তাদের আটক করেন।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে প্রক্টরিয়াল টিমের সাহায্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় সংগ্রহ করা না গেলেও তাদের প্রত্যেকের বাসা মোহাম্মদপুর বলে জানা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী আব্দুল রউফ খন্দকার বলেন, আমি আমার জুনিয়রদের নিয়ে সিনেটের সামনে আড্ডা দিচ্ছিলাম। এ সময় আমরা দূর থেকে দেখি তিনজন ছেলে ও একজন মেয়ে গাঁজা খাওয়া জন্য প্রস্তুত করছে। আমরা এগিয়ে গিয়ে তাদের নামপরিচয় জানতে চাইলে তারা বহিরাগত বলে জানায়। পরে আমরা প্রক্টরিয়াল টিমকে ফোন করলে প্রক্টরিয়াল টিম এসে তাদের শাহবাগ থানায় নিয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, এক নারীসহ চারজনকে থানায় আনা হয়েছে। তাদের কাছে গাঁজা পাওয়া যায়নি। তবে গাঁজা খেতে এসেছিল। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এসএআর/এআইএস