বাকৃবিতে ‘প্লাস্টিক ফর প্ল্যান্ট’ক্যাম্পেইন অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমতলায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল ‘প্লাস্টিক ফর প্ল্যান্ট’ শীর্ষক ক্যাম্পেইন।
গত ২৮ ও ২৯ মে, দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণকারীরা প্লাস্টিকের বোতল, ব্যাগ ও অন্যান্য প্যাকেটের বিনিময়ে সংগ্রহ করেছেন বিভিন্ন ফলজ, বনৌষধি ও ঔষধি গাছের চারা।
বিজ্ঞাপন
প্রায় ৩৫০ জন পরিবেশপ্রেমী এই ক্যাম্পেইনে সরাসরি অংশগ্রহণ করেন। বৃষ্টি উপেক্ষা করেও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, প্রকৃতি ও পরিবেশ নিয়ে মানুষের আগ্রহ দিনদিন বাড়ছে।
পরিবেশ সচেতনতামূলক উদ্যোগটি এনভাইরো ফেস্ট ২.০ এর একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট। যার আয়োজক বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড এবং পৃষ্ঠপোষক হিসেবে এনভোলিড লিমিটেড। এই আয়োজনে বিশেষ সহযোগিতা করেছেন বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড কোর টিম, বাকৃবি। অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে পুরো এনভাইরো ফেস্ট ২.০ তে পাশে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট।
বিজ্ঞাপন
এ ক্যাম্পেইনটি প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে, যেখানে অংশগ্রহণকারীদের অসাধারণ সাড়া পেয়ে এটি ধারাবাহিকতায় রূপ নেয়। এবছরও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ করে তা পরিবেশবান্ধব গাছের চারায় রূপান্তরের মাধ্যমে মানুষকে সচেতন করার প্রয়াস নেওয়া হয়।
এনভাইরো ফেস্ট ২.০-এর আসন্ন সেগমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াডের পেইজে চোখ রাখুন।
এমএন