ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা থেকে আজই ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সোমবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ডাকসু নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি থেকে করা এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভা থেকে আমরা দুই দাবির বাস্তবায়ন আশা করছি। তা হলো: ১. নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা ২. কোন মাসের কোন তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে তা উল্লেখ করতে হবে।

তিনি বলেন, আজ ডাকসু নিয়ে সিন্ডিকেটে আলোচনা করার কথা। ঠিক এ সময় ককটেল উদ্ধার, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ককটেল বিস্ফোরণ অবশ্যই ডাকসু বানচালের একটি অপচেষ্টা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা অভ্যুত্থানের সময় স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছে, জেলে গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে, সেখান থেকে ফিরে এসে আবারও আন্দোলনে যোগ দিয়েছে, তাদের ককটেলের ভয় দেখিয়ে লাভ নেই।

তিনি আরও বলেন, অনেকে বলছে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ নেই। আমি তাদের বলবো যে তারা হয়তো জানেই না ডাকসু কি, ডাকসুর কাজ কি? ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডাকসু নির্বাচনের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আমরা চেয়েছিলাম ছাত্রদের দ্বারা বাস্তবায়িত হবে। প্রশাসন ছাত্রদের হয়ে কাজ করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডাকসু দিতে ব্যর্থ হয় তাহলে আমরা বলবো যে প্রশাসনের ডাকসু দেওয়ার সাহস নেই, তাদের এই ক্যাম্পাসে থাকারও কোনো অধিকার নেই।

এসএআর/এআইএস