গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল আমেরিকান সিটি ক্যাম্পাসে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের মিডিয়া অডিটোরিয়ামে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাব।

১ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি এবং গ্রিন ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাব। দিনব্যাপী প্রদর্শনীতে ২০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের সভাপতি মো. শেখ ফরিদ বলেন, “এই আয়োজন শুধু চলচ্চিত্র প্রদর্শনের জন্য নয়, বরং তরুণ নির্মাতাদের ভাবনা বিনিময় ও নিজেদের কাজ তুলে ধরার একটি উন্মুক্ত মঞ্চ।”

প্রধান অতিথির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, “শিক্ষার্থীদের ভেতর সৃজনশীলতা জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র যেমন একটি শিল্প, তেমনি এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার।”

বিশেষ অতিথির বক্তব্যে জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর বলেন, “মিডিয়া এবং চলচ্চিত্র নিয়ে যারা কাজ করছে, তাদের জন্য এ ধরনের প্ল্যাটফর্ম অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান এবং লেকচারার মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া।

আয়োজনটি সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের মডারেটর কাজী মাহাদী মুনতাসির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সভাপতি আদনান মাহমুদ সৈকত এবং ফেস্টিভ্যালের পরিচালক রাগিব শাহরিয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ও চলচ্চিত্রকর্মী সামান্থা আলী।

পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে ফিল্ম অ্যান্ড থিয়েটার ক্লাবের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। 

শিক্ষক ও অতিথিরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করে এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক যোগাযোগকে আরও দৃঢ় করে তোলেকে আরও দৃঢ় করে তোলে।

এনএইচ