বাকৃবিতে পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইকোপ্রডাক্ট ডিসট্রিবিউশন শীর্ষক ক্যাম্পেইন।
শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পুনঃব্যবহারযোগ্য গ্রোসারি ব্যাগ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাদের প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অপকারিতা সম্পর্কেও অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রায় ১০০ জন পরিবেশপ্রেমী এই ক্যাম্পেইনে সরাসরি অংশগ্রহণ করেন এবং পুনঃব্যবহারযোগ্য ব্যাগ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, প্রকৃতি ও পরিবেশ নিয়ে মানুষের আগ্রহ দিনদিন বাড়ছে।
পরিবেশ সচেতনতামূলক উদ্যোগটি এনভাইরো ফেস্ট ২.০ এর একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট, যার আয়োজক বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড এবং পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে এনভোলিড লিমিটেড। এই আয়োজনে বিশেষ সহযোগিতা করেছেন বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অলিম্পিয়াড কোর টিম, বাকৃবি৷ অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে পুরো এনভাইরো ফেস্ট ২.০ তে পাশে রয়েছে ঢাকা পোস্ট।
বিজ্ঞাপন
এমএন