জুলাই আন্দোলনে রাস্তায় ন্যায়ের জন্য লড়াই করা যোদ্ধারা অনেকেই শারীরিক আঘাতের পাশাপাশি গভীর মানসিক আঘাত পেয়েছেন। এই ট্রমা কাটিয়ে উঠানোর জন্য নির্বাণ নামে মানসিক স্বাস্থ্য কর্মশালা আয়োজন করে সফরন ফাউন্ডেশন।

গতকাল শনিবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জুলাই আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগা খান এডুকেশন সার্ভিসের পরিচালক আমব্রিন লাখানি মিরালি বলেন, বাংলাদেশের নানা সমস্যায় ইতোমধ্যে অনেক গবেষণা ও কর্মসূচি হয়েছে। এখন প্রয়োজন এসব উদ্যোগকে সঠিকভাবে খুঁজে বের করে হিরোদের জন্য কার্যকর ব্যবস্থাপনা করা। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগ সীমিত থাকায় বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যালায়েন্সের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট হাসিন আরমান আয়ন বলেন, কোটার বিরোধিতা থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছিল। এখন ব্যক্তিগত সুপারিশে চাকরি দেওয়া সমীচীন নয়। এজন্য সফরন ফাউন্ডেশনের উদ্যোগে একটি জব পোর্টাল তৈরি হচ্ছে, যেখান থেকে জব ফেয়ার আয়োজন করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

সফরন ফাউন্ডেশনের সিইও সৌমিক পি. দত্ত বলেন, আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

কর্মশালায় অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করেন মালয়েশিয়ার হেলথ ইক্যুইটি ইনিশিয়েটিভের ক্লিনিক্যাল সুপারভাইজার জোহরা পারভীন, ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম, ড. ইমদাদুল হক তালুকদার ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাইহানা শারমিন।

এসএআর/এমজে