ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কেন্দ্রীয় প্যানেলের শীর্ষ তিন প্রার্থী ঘোষণা করেছে। ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান, জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে থাকছেন তানভীর আল হাদী মায়েদ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।

আবিদুল ইসলাম খান ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

শেখ তানভীর বারী হামিম বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।

অন্যদিকে এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিজয় ৭১ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকসুর ইতিহাসে ছাত্রদল এবার নিজেদের শক্তি প্রদর্শনে তরুণ ও সক্রিয় নেতৃত্বকে সামনে এনেছে। প্যানেলের এই শীর্ষ তিন প্রার্থীকে ঘিরে ক্যাম্পাসে আগে থেকেই আলোচনা থাকায় তাদেরকে ডাকসুর শীর্ষ তিন পদে মনোনীত করেছে সংগঠনটি। একইসঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা। 

এসএআর/এমএসএ