জাকসু নির্বাচনে ২৫ পদে প্রার্থী ২৭৩ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২৫টি পদের বিপরীতে মোট ২৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল সংসদ নির্বাচনে সর্বমোট ৫১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
হলভিত্তিক প্রার্থী সংখ্যা
বিজ্ঞাপন
আল–বেরুনী হলে ১৮, আ ফ ম কামালউদ্দিন হলে ২২, মীর মশাররফ হোসেন হলে ৩০, নওয়াব ফয়জুন্নেসা হলে ৬, শহীদ সালাম–বরকত হলে ২২, মওলানা ভাসানী হলে ২৭, জাহানারা ইমাম হলে ১৬, প্রীতিলতা হলে ১৩, বেগম খালেদা জিয়া হলে ১১, ১০ নম্বর ছাত্র হলে ৩০, শহীদ রফিক–জব্বার হলে ২১, সুফিয়া কামাল হলে ১০, ১৩ নম্বর ছাত্রী হলে ৬, ১৫ নম্বর ছাত্রী হলে ১৭, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ২২, রোকেয়া হলে ১৭, ফজিলাতুন্নেছা হলে ১৫, বীর প্রতীক তারামন বিবি হলে ১৭, ২১ নম্বর ছাত্র হলে ৩৮, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৬০ এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, আমরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন হল থেকে তথ্যগুলো পেয়েছি। পরবর্তীতে হালনাগাদের প্রয়োজন হলে আমরা তা করব।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ২৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট। মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বিকেল ৪টায় । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকেল ৪ টায়।
মেহেরব হোসেন/আরএআর