বাকৃবিতে হামলার প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও শিক্ষার্থীদের
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে পদত্যাগ দাবি করেন তারা।
বিজ্ঞাপন
এর আগে, রোববার দুপুর ১টার দিকে কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায়ে আড়াইশ শিক্ষককে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মাঝেই রাত ৮টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগতরা। এতে নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা যায়।
বহিরাগতদের হামলার প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় বাসভবনের মূল ফটক ও আশপাশে ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, ২৫২ জন শিক্ষক নিয়ে টানা আড়াই ঘণ্টা শান্তিপূর্ণ সভায় শিক্ষার্থীদের শতভাগ দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও কেন অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, তা প্রশ্নবোধ করি। শুনেছি, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরেরি, প্রক্টর কার্যালয় ভাঙচুর করা হয়েছে। সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে আমার বাসভবনেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
তিনি আরও বলেন, মূলত ফ্যাসিস্টের দোসরা শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে।
মুসাদ্দিকুল ইসলাম তানভীর/এএমকে