চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

রোববার (৩১ আগস্ট) রাতে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ইউটিএল নেতারা বলেন, শনিবার (৩০ আগস্ট) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তা প্রহরীর বাকবিতণ্ডা হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা এর প্রতিবাদ জানালে কতিপয় স্থানীয় ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরই সূত্র ধরে রোববার আবার শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অসংখ্য শিক্ষার্থী আহত হন। বর্তমানে আহতরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন।

বিবৃতিতে তারা হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি। আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ হামলার ঘটনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে এ হামলার ঘটনায় স্থানীয়দের পাশাপাশি কোনো সুযোগসন্ধানী গোষ্ঠী জড়িত আছে কি না তা খতিয়ে দেখা জরুরি।

ইউটিএল নেতারা বলেন, আমরা সরকারের কাছে হামলায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাস এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

এমএল/এসএসএইচ