উত্তাল বাকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠি মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। অপরদিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজ্ঞাপন
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এতে ডাকসু ভিপি প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী এক নারী শিক্ষার্থীকে শিবির নেতার প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে শিবিরের নেতা-কর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আতিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শফিকুল ইসলাম। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষারসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য দেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, একই সময়ে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা লাঠি মিছিল করে এবং বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করে ও স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সকাল থেকেই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আমান উল্লাহ আকন্দ/এআরবি