ডাকসু নির্বাচন
প্রাণ হারানো সাংবাদিককে স্মরণ করলেন সাদিক কায়েম
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করা সংবাদকর্মী তারিকুল ইসলামের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য শুরুর আগে তিনি প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিজ্ঞাপন
সাদিক কায়েম বলেন, আমরা প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং দোয়া করছি—আজকে একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের সাংবাদিক বন্ধুকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
তিনি আরও বলেন, আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে আসছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। গত ১৬ বছরে আমাদের ভোটাধিকার ছিল না, জুলাই বিপ্লবের পর আজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।
বিজ্ঞাপন
তবে একই সঙ্গে ভোটে অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। কায়েম বলেন, যখন আমরা এই গণতান্ত্রিক পরিবেশ উদযাপন করছিলাম, তখনই দেখতে পাচ্ছিলাম ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। ইউল্যাব স্কুল কেন্দ্রের ভেতরে প্রায় দেড় থেকে আড়াই ঘণ্টা পর্যবেক্ষক ও এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এ সময় ভেতরে কী হয়েছে আমরা জানি না। একুশে হলে কারচুপি হয়েছে, টিএসসিতেও একই অভিযোগ এসেছে।
ভিপি প্রার্থী সাদিক কায়েম কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেপ্তার করে থানায় দিতে হবে। যারা নির্দেশ দিয়েছে, তাদেরও খুঁজে বের করতে হবে।
টিআই/এমএন