একসঙ্গে পুলিশের এসআই হলেন নোবিপ্রবির ১৯ শিক্ষার্থী
বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৯ শিক্ষার্থী। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মো. রাসেল।
গত সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকেই দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।
বিজ্ঞাপন
সদ্য নিয়োগপ্রাপ্ত ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ৯ম তম ব্যাচের শিক্ষার্থী মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, তথ্যানুযায়ী সদ্য সমাপ্ত বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আমরা মোট ১৯ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। আমরা প্রত্যাশা করি, যেন এই ধারাবাহিকতা বজায় থাকে।
নিয়োগপ্রাপ্ত নোবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মো. জহির হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিজের মেধাকে দেশ এবং জনগণের সেবায় কাজে লাগানোর আদর্শ প্ল্যাটফর্ম এবং পেশা হলো পুলিশ। তবে পুলিশ আমার কাছে শুধুমাত্র একটি পেশা না বরং ফ্যাশন। সেই জায়গায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাবা, মা এবং নোবিপ্রবির শিক্ষক-শিক্ষিকাদের কাছে চিরঋণী আমি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের বুনিয়াদি প্রশিক্ষণ হয় রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে। ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পিটি, প্যারেড, ল-ক্লাস, বিভিন্ন ক্লাব অ্যাকটিভিটি, ফায়ারিং, অবস্টাকল, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস, সিনিয়রদের দিকনির্দেশনা ইত্যাদির মাধ্যমে অর্জিত সক্ষমতা ও জ্ঞান দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই।
প্রসঙ্গত, সদ্য নিয়োগ পাওয়া এসব পুলিশ কর্মকর্তা ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। এবার ট্রেনিংপ্রাপ্ত হন ১ হাজার ২৩১ জন। সোমবার (১৪ জুন) আনুষ্ঠিকভাবে তাদের এক বছরের প্রশিক্ষণ শেষ হয়।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ পুলিশের ৩৭তম এসআই পদে নিয়োগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে ৯ জন শিক্ষার্থী নিয়োগ পান।
হাসিব আল আমিন/আরএআর