প্রধান উপদেষ্টার ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাবির দ্বীপ মাহবুব
দেশপ্রেম, সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হয়েছেন জুলাই বিপ্লবে চোখ হারানো ও মস্তিষ্কে গুলিবিদ্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের শিক্ষার্থী দ্বীপ মাহবুব।
তিনি আসন্ন রাকসু নির্বাচনে শিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদ প্রার্থী।
বিজ্ঞাপন
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দ্বীপ মাহবুব পাবনার সুজানগর উপজেলার কামারদুলিয়া গ্রামের সন্তান। তার বাবা মৃত আব্দুল হাই শেখ। প্রাথমিক শিক্ষা নেন গ্রামের তাঁতীবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং মাধ্যমিক শেষ করেন তাঁতীবন্ধ মাধ্যমিক বিদ্যালয় থেকে।
বিজ্ঞাপন
উচ্চ মাধ্যমিকে রাজশাহীর শাহ মখদুম কলেজের মানবিক শাখা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিবিএ ৮ম ব্যাচের শিক্ষার্থী।
২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের সময় আওয়ামী লীগের গুলিতে তার একটি চোখ হারায়। গুলি লাগে মস্তিষ্কেও। পাঁচ মাস দীর্ঘ চিকিৎসা শেষে বেঁচে ফিরলেও তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়।
পুরস্কার পাওয়ার অনুভুতি জানাতে গিয়ে দ্বীপ মাহবুব বলেন, সকল শুকরিয়া মহান আল্লাহর প্রতি, যিনি আমাকে এতটা সম্মানিত করেছেন। চব্বিশের জুলাইতে দেশের একজন সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ করি। অন্য কোনো চাওয়া-পাওয়া আমার ছিল না। কোটার যৌক্তিক সংস্কার ও আমার ভাইয়েদের খুনের বিচারের দাবিতে রাজপথে নামা এবং সর্বশেষ দেশের জন্য নিজের একটা অঙ্গ (চোখ) উৎসর্গ করার সৌভাগ্য হয়। আজকে আমি যে সম্মান পেয়েছি সেটা জুলাইতে একটু বলিদানের প্রতিফলন হিসেবে দেখছি। ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমার এই ক্ষুদ্র ত্যাগকে স্বীকৃতি দেয়ার জন্য।
তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনার পর শারীরিক প্রতিবন্ধকতা আমাকে থামাতে পারেনি। পড়াশোনা ও অন্যান্য কাজে আগের মতোই অংশ নিচ্ছি। রাকসু নির্বাচনে অংশ নেওয়া এবং ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করাও তারই অংশ।
জুবায়ের জিসান/এআরবি