আগামী ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে ঢাবির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আচার্য ও রাষ্ট্রপতির নাম আবদুল হামিদের পরিবর্তে লেখা হয় ‘আবদুল হালিম’। এ ঘটনায় এক কর্মচারীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজকৃত কর্মচারী হলেন- আইসিটি সেলে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর শাফকাত জামিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এক জনকে শোকজ করা হয়েছে। কেন ভুল হয়েছে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এসব বিষয়ে কোনো দুর্বলতা দেখানো যাবে না। প্রফেশনের কিছু জায়গা আছে, যেগুলোতে এক্সট্রা কেয়ার নিতে হবে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আসিফ হোসেন খান ঢাকা পোস্টকে বলেন, উপাচার্যের নির্দেশে ওই কর্মচারীকে (শাফকাত জামিল) তাৎক্ষণিক শোকজ করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৮ জুন) ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ ভুল দেখা যায়। এতে লেখা ছিল, ‘আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি হবে। এ উপলক্ষে আগামী ১ নভেম্বর ২০২১ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মো. আবদুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।’

পরে অবশ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রপতির নামের ওই বানান ঠিক করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির নামের বানানে ভুল হলো কেন- জানতে চাইলে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এটি ‘অনাকাঙ্ক্ষিত’। তিনি বলেন, ‘এটা তো হওয়ার কথা নয়। খুবই অসতর্ক কাজ করেছে, এখনই সংশোধন করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে আমি বিষয়টি জানাচ্ছি।’

ভুলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম ঢাকা পোস্টকে বলেন, ‘এটা হয়তো টাইপিং মিসটেক (ছাপার ভুল) হতে পারে। মূল বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির নাম সঠিকভাবে দেওয়া হয়েছে।’

এইচআর/এমএইচএস