৪৩ ও ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে চাকরিপ্রত্যাশীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আন্দোলনকারীরা ‘সিন্ডিকেটের দালালেরা হুঁশিয়ার, সাবধান’, ‘৪৪-এর পদ বৃদ্ধি করতে হবে, করতে হবে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমরা আশা করি, তিনি দ্রুত ৪৩ ও ৪৪তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের ন্যায্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।’

মানববন্ধনে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে–

১. অধিযাচিত পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।

২. ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা ২০২৫’ প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩, ৪৪তমসহ চলমান সব বিসিএস থেকে অধিক হারে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।

৩. ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদগুলোতে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করতে হবে।

এসএআর/এসএসএইচ