সমাবর্তনের তারিখ পরিবর্তন করল বেরোবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর প্রথম সমাবর্তন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারিত মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২০ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারিত হওয়ায় সমাবর্তন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ আরও জানাচ্ছে যে, প্রথম সমাবর্তনের তারিখ ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, তারিখ পরিবর্তনের দুটি কারণ রয়েছে। এক আমাদের সমাবর্তনের যারা মূল, আমাদের শিক্ষার্থীরা সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে চান না। সেই খবরটি তাদের কাছে চলে গেছে তাই উনি (পররাষ্ট্র উপদেষ্টা) নিজেই অপারগতা প্রকাশ করেছেন এবং চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন। আমরা শিক্ষা উপদেষ্টাকে রাজি করিয়েছি তিনি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সময় দিতে চেয়েছেন।
আরএআর