‘চিরকুটে আমি খুব করে বাচঁতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা’ লিখে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা। মৃত্যুর কারণ হিসেবে পুলিশ বলছে- মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন তিনি।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালিক এ তথ্য জানান।

ওসি জানান, সোনিয়া নামে ওই শিক্ষার্থী নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। মেয়েটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ পোস্টমর্টেম করা হয়নি।

আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি মালিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদ বা ডিপ্রেশনই এর মূল কারণ। সে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল বলে তার পরিবারের সদস্যরাও জানিয়েছেন। তাকে চিকিৎসকের কাছে নেওয়ার কথাও ছিল, এমনকি ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানাধীন মির্জাপুরস্থ ইসলাম টাওয়ার আবাসিক ভবনের ৭ তলা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার রুমে দুটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে লেখা ছিল- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম করা না হয়। আব্বু-আম্মু ধ্রুবতাঁরা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।

অন্য একটি চিরকুটে লেখা ছিল-আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সাথে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও।

জুবায়ের জিসান/এমএএস