ছাত্রদলের উদ্যোগে ঢাবিতে ‘নবান্ন উৎসব’
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে আয়োজিত হলো ‘নবান্ন উৎসব ১৪৩২’। বৃহস্পতিবার (২০ নভেম্বর) টিএসসি পায়রা চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। এরপর দলীয় সংগীত পরিবেশন ও উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বক্তব্যের পর লাঠিখেলার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের লোকজ ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্যকে স্মরণ ও সংরক্ষণে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ছাত্রদলকে এই উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, যত বেশি এমন আয়োজন হবে, ততই আমাদের সংস্কৃতি ও চেতনা প্রজন্মান্তরে আরও দৃঢ়ভাবে টিকে থাকবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল শুধু সংগ্রামী একটি সংগঠন নয়; সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি দেশীয় সংস্কৃতি লালনেও ভূমিকা রাখে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে সাংস্কৃতিক আগ্রাসন ও ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন ঘটনায় দেশীয় সংস্কৃতিকে দমিয়ে রাখার প্রবণতা লক্ষ্য করা গেছে। সেই পরিস্থিতি কাটিয়ে সুস্থ সংস্কৃতির বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে সারা দেশের মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার আয়োজনের কথাও উল্লেখ করেন ছাত্রদল সভাপতি।
এসএআর/বিআরইউ