৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ে নেওয়ার দাবিতে এবং পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীর ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গতকাল রেললাইন অবরোধ করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। যৌক্তিক কোনো সিদ্ধান্ত না আসায় রোববার (২৩ নভেম্বর) আবারও রেললাইন অবরোধ করেছেন তারা।

রোববার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

এ সময় ‘এক দুই তিন চার, পিএসসি স্বৈরাচার’, ‘সবাই পায় ৬ মাস, আমরা কেনো ২ মাস?’,‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে, পিসএসসি কী করে?’,‘আমার ভাই অনশনে, মাহফুজ কী করে?’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’,‘অ্যাকশন অ্যাকশন, ছাত্রসমাজের অ্যাকশন’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থী নোমান বিন নজরুল বলেন, গতকাল আমরা সাত ঘণ্টা আন্দোলন করেছি। পশ্চিমাঞ্চল রেলের জিএম আমাদের আস্বস্ত করেছিলেন যে আমাদের জন্য পজিটিভ কোনো সিদ্ধান্ত আসবে। তবে আমরা দেখতে পেয়েছি কোনো সিদ্ধান্তই পিএসসি দিতে পারেনি। তাই আমরা আবারও আজ রেলপথ অবরোধ করেছি। এরপর আমরা সড়কপথও অবরোধ করবো।

এর আগে একই দাবিতে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেললাইন অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। 

জুবায়ের জিসান/আরএআর