গ্রিন ইউনিভার্সিটির আইটিডিতে আসছেন কানাডা–যুক্তরাষ্ট্রসহ ৫ দেশের গবেষকরা
দুইদিনব্যাপী ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এতে কানাডা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারত ও জাপানসহ ৫ দেশের গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আগামী ২৭–২৮ নভেম্বর পূর্বাচলের আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে গবেষণার বৈষম্য নিয়ে বিশ্লেষণ করেই ২০১৯–২০ সালে এ কনফারেন্সের যাত্রা শুরু হয়। এবারের আয়োজনে দুই শতাধিক পেপার জমা পড়ে। তবে গ্লোবাল স্ট্যান্ডার্ড বজায় রাখতে রিভিউয়ের মাধ্যমে কেবল ৫৮ শতাংশ পেপার গ্রহণ করা হয়েছে। বাকিগুলো মান বজায় রাখতে প্রত্যাখ্যান করা হয়েছে। এতে কনফারেন্সের মান ও গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে আরও বেড়েছে। গত তিন আয়োজনের পেপারের প্রায় ৩০ শতাংশ স্কোপাস–ইন্ডেক্সড জার্নালে প্রকাশিত হয়েছে, যা কনফারেন্সের বড় সফলতা বলেও মন্তব্য করেন তিনি।
ড. তারেক আজিজ জানান, সম্মেলনে কানাডা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভারত থেকে আসছেন কীনোট স্পিকাররা। বাংলাদেশ থেকেও অংশ নেবেন শীর্ষস্থানীয় বিজ্ঞানী, গবেষক ও ব্যবসায়–অর্থনীতির বিশেষজ্ঞরা। গ্রহণকৃত পেপারগুলো পরবর্তী সময়ে আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রসিডিংসে প্রকাশ করা হবে। আমরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর মতো জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণ—এই দুই উদ্দেশ্য পূরণে গ্রিন ইউনিভার্সিটি দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়। বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে বাংলাদেশে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে। যা আমাদের গবেষণা–অঙ্গীকারের প্রতিফলন।
বিজ্ঞাপন
এবারের আয়োজনকে আরও বিস্তৃত ও বাস্তবমুখী করতে ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন’ সেশন যুক্ত করা হয়েছে জানিয়ে বলে তিনি বলেন, এখান থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসা–আইডিয়া শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সামনে তোলা হবে। ভালো আইডিয়া পেলে উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা আমাদের শিক্ষার্থীদের প্রকল্পে সমর্থন দেবেন। এতে নতুন ব্যবসা তৈরির সম্ভাবনা বাড়বে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন।
আরএইচটি/এমএন