নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘এনএসইউ ডায়ালগ ২০২৫’। ২১–২৩ নভেম্বর তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের মেধাবী বিতার্কিকরা অংশগ্রহণ করেন। যেখানে মোট ৩২টি দল অংশগ্রহণ করে এবং নবীন বিতার্কিকরাও তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পান।
 
এ বছরের প্রতিযোগিতা ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যা চার-দলীয় কাঠামোর মাধ্যমে বিশ্লেষণী দক্ষতা, প্রাঞ্জল ভাষণ এবং কৌশলগত চিন্তাভাবনার নিখুঁত পরীক্ষার সুযোগ দেয়। প্রাথমিক রাউন্ডগুলোতে জমে ওঠে বিতর্কের উত্তাপ, প্রতিটি রাউন্ডে থাকে শক্তিশালী যুক্তি, ধারালো প্রতিবাদ এবং বৌদ্ধিক উত্তেজনা।

অ্যাডজুডিকেশন কোরের নেতৃত্ব দেন অ্যান্ডি কালিনান, ইউরোপীয় বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপ ২০২৪ চ্যাম্পিয়ন এবং এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট চ্যাম্পিয়ন ২০২৫, যিনি আন্তর্জাতিক বিতর্ক অঙ্গনে সুপরিচিত। তিনি ‘Strategy : Navigating Norms on Different Debating Circuits ‘ শীর্ষক একটি ওয়ার্কশপ পরিচালনা করেন, যা অংশগ্রহণকারীদের উচ্চমানের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করে। 

বিতর্কের এই অসাধারণ প্যানেলে আরও ছিলেন— তানজিম নূর তন্ময় (EFL চ্যাম্পিয়ন, Krabi Australs ২০২৩), জোবায়ের আহমেদ (ESL কোয়ার্টার ফাইনালিস্ট, ভিয়েতনাম WUDC ২০২৪), শির্ষ সংষপ্তক (WUDC ২০২১ EFL ফাইনালিস্ট), এবং আদিব ফয়সাল (NSU Dialogue ২০২৪ চ্যাম্পিয়ন)। তাদের অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা NSU Dialogue ২০২৫-কে বিশ্বমানের প্রতিযোগিতায় পরিণত করেছে।

দ্বিতীয় দিন প্রতিযোগিতামূলক বিতর্ক দিয়ে শুরু হয় এবং বিজয়ী দলগুলোর নাম ঘোষণার মাধ্যমে শেষ হয়। সন্ধ্যায় আয়োজকরা বাংলাদেশের ঐতিহ্যকে আধুনিক ধরনে তুলে ধরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন।

এদিন নবীন ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে চারটি দল শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে Team ‘sit down, you're wrong’ (বুশরা আবদুল কালিক এবং মানহা আল আব্দুল্লাহ) রোমাঞ্চকর ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই দিনের শেষ দিকে অনুষ্ঠিত সেমিফাইনালগুলো পরবর্তী দিনের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

NSU Dialogue 2025-এর তৃতীয় দিনটি ছিল সবচেয়ে প্রতীক্ষিত পর্ব, ওপেন গ্র্যান্ড ফাইনাল। এ বছর চারটি অসাধারণ দল ওপেন ফাইনালে পৌঁছায় : One and a half Shahbagi (ফয়সাল রায়হান ও ইশরাক আহমেদ খান), Rajasthani Dangar Mach (রাফিউশ শাফিন ও সাহিব রহমান খান), Panel, We'd Like to Cast Vicious Mockery at 9th Level (মাহাথির মাহমুদ ও সিয়াম মারজান) এবং Matcha Pilates Ube Labubu (আঙ্কিতা দে ও শাদমান চৌধুরী)।
 
তীব্র যুক্তি, কৌশলগত স্বচ্ছতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে, Matcha Pilates Ube Labubu অর্থাৎ শাদমান চৌধুরী ও আঙ্কিতা দে, NSU Dialogue 2025-এর চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওপেন ও নবিস, উভয় ফাইনালের ফলাফল প্রকাশ করা হয়।

NSU Dialogue ২০২৫ আবারও প্রমাণ করেছে যে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বিতর্ক মঞ্চ, যেখানে সমালোচনামূলক চিন্তাভাবনা, প্রজ্ঞাময় আলাপ-আলোচনা এবং বৈচিত্র্যময় মতের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশ একত্রিত হয়। এই আয়োজন NSUDC-এর তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং সচেতন বক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাকে আরও একবার উজ্জ্বলভাবে তুলে ধরেছে। 

এমএন