খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবি শিক্ষক সমিতির দোয়া মাহফিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও জবির প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর এ দোয়ার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। ফ্যাসিস্ট সরকারের সময়ে তার নামফলক অপসারণ করা হলেও বর্তমান প্রশাসন তা পুনঃস্থাপন করেছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, খালেদা জিয়া শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাই নন, তিনি সমগ্র জাতির আস্থার প্রতীক। আজকের বাস্তবতায় জাতীয় ঐক্যের জন্য তার ভূমিকা অতীব প্রয়োজন।
বিজ্ঞাপন
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
এমএল/এসএসএইচ