শত্রুর সঙ্গেও ইনসাফ চাওয়া হাদিকেই সন্ত্রাসীরা ভয় পায় : এস এম ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, শত্রুর সঙ্গেও ইনসাফ চাওয়া হাদিকেই সন্ত্রাসীরা ভয় পায়, হাদির ইনসাফের কণ্ঠকে স্তব্ধ করতে চায়।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
এস এম ফরহাদ বলেন, জুলাই বিপ্লব পরবর্তীতে ওসমান হাদি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবিচলভাবে লড়ে যাচ্ছেন। ভারতীয় আধিপত্যবাদ আর শাহবাগের বিরুদ্ধে ওসমান হাদি এক অবিচল কণ্ঠ। কিন্তু আমরা পূর্বেও দেখেছি, এই দুই শক্তির বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে। আজ সেই পুরনো নীলনকশাই আবারও সক্রিয় হওয়ার শঙ্কা দেখা যাচ্ছে।
তিনি বলেন, ওসমান হাদী বলেছিলেন- আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিরোধ করবো না। আমাকে ভালোবাসার অধিকার থাকলে ঘৃণা করার অধিকারও কারও থাকতে হবে। আর সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের আজন্ম লড়াই। আমরা আমাদের শত্রুর সঙ্গেও ইনসাফ চাই।
বিজ্ঞাপন
শরিফ ওসমান হাদি সুস্থতা কামনা করে ফরহাদ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগের বিরুদ্ধে লড়াইরত জুলাইয়ের বিপ্লবী ওসমান হাদীর সুস্থতা কামনা করছি। এই ময়দানে ওসমান হাদিকে আমাদের খুবই প্রয়োজন।
এসএআর/এমএসএ