ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদির সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন এ মাহফিল আয়োজন করে।

মিলাদ মাহফিলে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম। তিনি বলেন, সন্ত্রাসীরা মনে করেছিল শরীফ ওসমান হাদিকে হত্যা করলে সকল সত্যকে শেষ করা যাবে, জুলাই বিপ্লবের স্পিরিটকে নিভিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, হাদি অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকলেও জুলাই বিপ্লবে অংশ নেওয়া হাজারো ‘হাদি’ আজও সেই সত্য তুলে ধরছে। 

এ সময় তিনি শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাকে আবারও আন্দোলনের মাঠে ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মিলাদ শেষে সম্মিলিত মোনাজাতে উপস্থিত শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বাংলাদেশের সকল মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এসএআর/এমএসএ