জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, ভর্তিচ্ছুদের জন্য ছাত্রদলের বাইক সার্ভিস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষা দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে পরীক্ষা শুরু হয়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিন মোট ছয় শিফটে পরীক্ষা হবে, যা চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত।
বিজ্ঞাপন
ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন ছাত্রসংগঠনসহ, জেলা সমিতির সহায়তা টেন্ট স্থাপন করতে দেখা গেছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ প্রদান করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল। রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পর্যন্ত এ সার্ভিস দেওয়া হয়।
বিজ্ঞাপন
জাবি ছাত্রদল শিক্ষার্থীবান্ধব ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য ‘শহীদ ওয়াসিম বাইক সার্ভিস’ প্রদান করেছে।
ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীরা যাতে যানজট, দূরত্ব কিংবা পরিবহন সংকটের কারণে ভোগান্তিতে না পড়েন সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সার্ভিস পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপদ ও দ্রুত পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের প্রধান কর্তব্য। সেই ধারাবাহিকতায় মানবিক ও সেবামূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এবার ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৪৬৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়ছেন ১০১ জন শিক্ষার্থী।
এছাড়াও নিরাপত্তা অফিসের সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২৫০ জন পুলিশ, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা বাহীনির সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের জরুরী চিকিৎসা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম মোতায়েন আছে।
আগামী ২২ ডিসেম্বর তিন শিফটে ‘বি’ ইউনিট এবং দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর প্রথম শিফটে ‘সি১’ ইউনিট এবং পরবর্তী চার শিফটে ‘ডি’ ইউনিটের আংশিক পরীক্ষা নেওয়া হবে। ২৪ ডিসেম্বর আরও পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৮ ডিসেম্বর প্রথম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিট এবং পরের তিন শিফটে ‘এ’ ইউনিটের আংশিক পরীক্ষা হবে। ২৯ ডিসেম্বর চার শিফটে ‘এ’ ইউনিটের বাকি পরীক্ষা নেওয়া হবে।
আরএআর