ডাকসুর উদ্যোগে ঢাবির কেন্দ্রীয় মসজিদে বসছে ১১০ টন এসি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে পুরো মসজিদে এসি স্থাপন করা হচ্ছে। মসজিদজুড়ে ২২টি স্ট্যান্ডে মোট ১১০ টন এসি বসানো হবে।
কেন্দ্রীয় মসজিদের জন্য প্রয়োজনীয় এসি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। একইসঙ্গে মসজিদের সঙ্গে মেয়েদের নামাজের স্থান সংস্কার ও সম্প্রসারণ কাজও চলমান রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডাকসুর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংস্কার কার্যক্রমের জন্য এসি আনার বিষয়টি জানানো হয়। ডাকসু জানায়, তাদের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আজ মসজিদের জন্য এসি আনা হয়েছে।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত সম্পন্ন হওয়া কাজগুলোর মধ্যে রয়েছে— ইন্টেরিয়র রঙের কাজ, ড্যাম্প প্রুফিং, থাই গ্লাস স্থাপন, আধুনিক সাউন্ড সিস্টেম সংযোজন, নতুন কার্পেট বসানো ও লাইটিং ব্যবস্থা উন্নয়ন।
ডাকসু আরও জানায়, খুব শিগগিরই এসি স্থাপন, আউটডোর রঙের কাজ, অজুখানা সংস্কার, ওয়াশরুম পুনর্নির্মাণ এবং মেয়েদের নামাজের জায়গা সম্প্রসারণের কাজ সম্পন্ন হবে।
এ বিষয়ে ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমরা কাজ করতে চাই, আমাদের সুযোগ আছে এবং আমরা চেষ্টা করছি। কিন্তু সীমাবদ্ধতা অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় সব মানুষের বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য সক্ষম সবার সহযোগিতা কাম্য।
এসএআর/এসএসএইচ