জকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এবার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সম্প্রতি দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে আমরা কায়িক (ম্যানুয়ালি) ও ডিজিটাল– দুই ধরনের ভোট গণনা পদ্ধতিই পর্যবেক্ষণ করেছি। সেসব বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা ও আমাদের বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করেই ওএমআর মেশিনের মাধ্যমে জকসুর ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট গণনার জন্য মোট ৯টি মেশিনের ব্যবস্থা থাকবে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে প্রতিটি বিভাগের জন্য একটি করে কক্ষ বরাদ্দ থাকবে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ নিশ্চিত করা হবে। তবে কোনো বিভাগে ঠিক কতটি বুথ থাকবে, তা নির্ধারিত হবে সংশ্লিষ্ট বিভাগের মোট ভোটার সংখ্যার ওপর।
এর আগে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে করার দাবি জানায়। অন্যদিকে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) ভোট গণনার ক্ষেত্রে ডিজিটাল ওএমআর মেশিন ব্যবহারের পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত প্রযুক্তিনির্ভর ভোট গণনা পদ্ধতিতেই অনড় থাকল নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
এমএল/বিআরইউ