মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিজয় সাইকেল র‍্যালি ও স্ট্যান্ট-শো ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাইকেল র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। র‍্যালি শেষে একই স্থানে সাইকেল স্ট্যান্ট-শো অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা হিসেবে সাইক্লিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ জীবনধারা গড়ে তোলা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হাশেমী, ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান এবং কে এ এস গ্রুপের ডাইরেক্টর শিকদার মো. মেছবাহ উদ্দিন।

এসএআর/এসএসএইচ